অকারণ
মৌমী
অকারণ খুশি হওয়ার বালখিল্য অভ্যাস ছেড়ে এসেছি সবাই সাক্ষী, শুধু সুপ্ত আগ্নেয়গিরির খবর রয়েছে গোপনে।
অকারণ আমিত্ব ছেড়েছি কর্মক্ষেত্র জানে, শুধু জানে না স্বতন্ত্র ব্যক্তিত্ব অজান্তেই আসন খুঁজে নেয়।
অকারণ আবেগ মুঠোবন্দী কারাগারে প্রচণ্ড দাম্ভিক, শুধু রাতের কান্না জমা থাকে ভোরের কুঠুরীতে।
অকারণ রাগ জলের মতো দাগ কাটে না, শুধু লুকোনো অসত্যর সত্যি জেনে চুপ থাকি।
অকারণ ঈর্ষা কোনোকালেই নেই, শুধু পড়ে পাওয়া সুখের বড়াই সহ্য করি না।
অকারণ প্রেমে আজকাল হাসি পায় নিষ্ঠুর তকমায়, শুধু নিভৃতে ভালোবাসা জেগে থাকে।
তারিখঃ অক্টোবর ৩, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest