অনবধান আর্তনাদে
লুৎফুল হোসেন
অনায়াসের আঁশে আঁশে মিশে থাকে
মিথ্যে আশ্বাস
মৃদু সম্ভাবনার পিঠে সওয়ার
বিপুল বিশ্বাস
সূর্যোদয় ও সূর্যাস্তের সমান এক প্রবল
হিমালয় ঠিক
নাকের নিচে নি:শ্বাসের আদলে
খুব দিগ্বিদিক
ছুটে চলা রেসের ঘোড়ার দিব্যি দেয়া
প্রতিজ্ঞারা
ঝড়ে ঝরে পড়া আমের মতো
দিশেহারা
এর পেছনে ছুটতে ছুটতে এক জীবনের
ঘামের নহর
প্রেমের গহিন নিমজ্জনে তীব্র
চুমুর জ্বর
ছেড়ে যাওয়া এক ট্রেনের জন্য প্ল্যাটফর্মের
যে হাহাকার
অপেক্ষাতে মগ্ন থাকা বিষণ্নতার
অতীত আমার
একটুখানি থমকে থাকে বুকের কাছে
বিপুল ব্যথার
গল্প নিয়ে মিথ্যে রকম প্রগলভতার
ঘুর্ণাবর্তে
একটা জীবন অপচয়ে নষ্ট করে
বেঁচেবর্তে
থাকার নামে ভ্রান্ত যাপন জীবন চিরে
আর্তনাদে
অনবধান সংগোপনে গোপন আমি
হয়তো কাঁদে
শ্লেট পেনসিলে ঘষটে ঘষটে লেখাপড়া
শেখার মতো
জীবনটাকে মুছে-টুছে আবার যদি
যাপা যেতো
এর চেয়ে কী ভালো হতো–একটুখানি
ভালো হতো
অথচ সেই আফসোসে এই বাকি জীবন
দুষ্ট ক্ষত
লালন করে নষ্ট করি সম্ভাবনার
সকল প্রহর
ভালো থাকার চিলতে সকল দিনযাপনের
সব পূর্বাপর
এভাবে আজ অবিরত মিথ্যে যাপন
আর্ত যখন
তুমিও নয় সেই ভুলেরই অংশ হলে
বাকি জীবন।
তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪


AstuteHorse