অর্থহীন

এতটা পথের শেষে কেন এমন একটা নির্জনতা জেঁকে বসে?
লোকালয়ে থেকে কেন একাকী এমন?
এখন বেঁচে থাকার অর্থহীন কানাঘুষা শিথানের পাশে
ফিসফিস করেই চলে নিরর্থক স্বরে।
দিনলিপি লিখে রাখি- কতজনকে তো দেখি অচেনা মুখোশে।

সময়ের তো সময় নেই জানি আমি-
ব্যস্ততার ছুটি নেই সেটাও মেনেছি।

তবু একা একা লাগে- সাদা বিছানার কোণে অক্সিজেন জাগে
আর জাগে একাকীত্ব কি ভীষণ একা!

সব ফুরোলে আপন কেউই সাথী হয় না জেনেও জানিনি
অথচ ভরভরান্তি সে দিনগুলো ডাকে

মনে পড়ে যায় সব-ওদেরকে ডাকি
শব্দ হয় না আমার -গলায় তাবিজ

ছোট্ট শিশুটির মতো আঁকড়ে ধরি বালিশ
ওর কাছে ঘুম চাই।
ঘুম কিনতে দোকানে গেছে কেউ কেউ
ওরা কি আপন?
ঘুমের কতটা দাম?
আধুলি সিকি পয়সা-পকেটটায় ফুটো।

তারিখঃ জানুয়ারি ১১, ২০২১

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse