অর্থহীন
ফারহানা নীলা
এতটা পথের শেষে কেন এমন একটা নির্জনতা জেঁকে বসে?
লোকালয়ে থেকে কেন একাকী এমন?
এখন বেঁচে থাকার অর্থহীন কানাঘুষা শিথানের পাশে
ফিসফিস করেই চলে নিরর্থক স্বরে।
দিনলিপি লিখে রাখি- কতজনকে তো দেখি অচেনা মুখোশে।
সময়ের তো সময় নেই জানি আমি-
ব্যস্ততার ছুটি নেই সেটাও মেনেছি।
তবু একা একা লাগে- সাদা বিছানার কোণে অক্সিজেন জাগে
আর জাগে একাকীত্ব কি ভীষণ একা!
সব ফুরোলে আপন কেউই সাথী হয় না জেনেও জানিনি
অথচ ভরভরান্তি সে দিনগুলো ডাকে
মনে পড়ে যায় সব-ওদেরকে ডাকি
শব্দ হয় না আমার -গলায় তাবিজ
ছোট্ট শিশুটির মতো আঁকড়ে ধরি বালিশ
ওর কাছে ঘুম চাই।
ঘুম কিনতে দোকানে গেছে কেউ কেউ
ওরা কি আপন?
ঘুমের কতটা দাম?
আধুলি সিকি পয়সা-পকেটটায় ফুটো।
তারিখঃ জানুয়ারি ১১, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest