অসম্ভবের কারণ
অমিতাভ সরকার
চোখের সমস্যা
চশমা খুললেই শুধু জল আর জল
কবি ডাক্তার দেখাতে গেছেন
সব দেখে পরিদর্শক বলছেন
”আপনি যে সন্তুষ্টি নিয়ে প্রকৃতিকে দেখেন–
চোখদুটো তো যাবেই”
ওষুধে সব হয় না
সময়ের একলার মনখারাপে
কবির এই কলমটাই ভরসা।
তারিখঃ এপ্রিল ১১, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest