অসুখ
অর্ঘ্য রায় চৌধুরী
আমার অসুখের কথা শুনলে তুমি আসবে?
এই তো সেদিন গলির মুখে ময়ূরপঙ্খী রিকশা থেকে নেমে পায়ে পায়ে পেরিয়ে গেলে পথ
আসবে? আমার অসুখ হয়েছে জেনে?
বিবর্ণ জানলার পর্দা উড়িয়ে রাতের আকাশ
হয়ে আসবে?
অন্ধকারে বহুকাল শুয়ে আছি একা
বুকের ওপর বেড়ে উঠল ঘাস
পায়ের তলায় কাঁটাবন
শূন্য জলের পাত্র দেখে
তির্যক হেসে পাশ কাটিয়ে গেল উট
তুমি আসবে? যদি খবর পাও
ভীষণ অসুখ আমার? আসবে?
খসখসে শাড়ির আওয়াজ, লাল টিপ
সাতপুরা পাহাড়ের মৃগনাভী হরিনীর মতো
আসবে?
তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৩
আর্ত হৃদয়ের ব্যাথা, যে প্রাকৃতিক হবার আশ্বাস পেয়েছিল।