আত্মবিস্মৃতর সংলাপ
অরিন্দম মুখোপাধ্যায়
(১)
ক্রমশ আমার মধ্যে স্পষ্ট হয়ে উঠছো তুমি। খিদের মতো। মহীনের গান শুনে এমন একটা ভাবনাই চলাফেরা করে গোটা শরীরে। কুয়াশার মতো ছড়িয়ে পড়ে এদিক, ওদিক। ভয় পাই। এমন নয় যে আগুনের ইতিহাস আমি জানি না। এমনও নয় যে উনুনের অস্তিত্ব সম্পর্কে অবগত নই। তবুও কেঁপে উঠি ভয়ে। আসলে, কোথাও যেন পড়েছিলাম একবার খিদে মিটে গেলে মানুষ ভালোবাসতে ভুলে যায়, তাই..
(২)
গানের মধ্যে ঢুকে পড়ছে গান। মুখের উপর বসে পড়ছে মুখ। দেখি, হেডফোনের তারের মতো ক্রমশ জট পাকিয়ে যাচ্ছি। যেদিকে তাকাই, দৃশ্য লুকোচুরি খেলে আমার সঙ্গে। আলো জ্বালতেই ঠিকানা হারিয়ে যায়। সিনেমার টাইটেল কার্ডে নাম ভেসে উঠলে, পাশের লেট শব্দটা খেয়াল করে না কেউ!
(৩)
আজকাল নিজেকে ভুলে যাচ্ছি ক্রমশ!
তোমাকে মনে রাখার এর থেকে ভালো উপায় আর কীই বা হতে পারে?
তারিখঃ এপ্রিল ৯, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest