আত্ম-অন্বেষণ
অমিতাভ সরকার
ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে,
ঘরে কেউ নেই।
যারা ছিল, তারা চলে গিয়েছে।
যারা আছে, তারা ব্যস্ততা আয়নার মুঠো ছবিতে মুখ ঢাকা, তবে
শরীরটা অনেকটাই
অনাবৃত। চিন্তার অগভীরতা খসে পড়ছে
হিসাব গভীর মাখা রোজকার নাটকে। জীবন জীবাণু আজ
একই মঞ্চে। অভিনয়টাও মন্দ হয় না। রোদের কাজের বেলা
ছাতাটা খুঁজতে বেশ দেরি হয়। তাইতেই মুহূর্তের মেঘ অপলাপ।
দেখেও দেখে না কেউ। সবাই আসে, ভালোবাসে, বাড়ি ফিরে
যায়। ওদের বৃদ্ধাঙ্গুষ্ঠির ওষ্ঠস্পর্শে প্রশংসার দগ্ধ করা আগুন,
মননের খোলা ছাপাখানায় দিনরাত গদ্যের সুললিত মধুর
বাতাস।ভাষা আর ভাষা হয়ে ওঠে না। যা ইচ্ছে সুরে ধরা পড়ে
সেইটাই।
হারমোনিয়ামটা পড়ে থাকে, একলাই। বাস্তবের অবাস্তবতায়
বাক্সবন্দী। কেউ খুলেও দেখে না, গলাও সাধে না।
ধুলোপড়া রিডগুলো সুরাসুর বিপ্লবে ব্যাথা মাখে
বেসুর এ কালের ছোঁয়ায়।
কবির শহরে অকবিদের ভীড়।
ঠিক আমার মতো।
তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২১