আমার নোটবুক – A damn promise

 

আমি প্রমিস করি নোটবুকের পাতায়
এরপর ভুলে যাই কতশত প্রমিস!

ঠিকঠাক ঘুমোবো, রোজ সকালে সূর্যের সাথে দেখা করতে দৌড়ে যাবো দিগন্তে, মেঘের সাথে কোমর বেঁধে নেমে যাবো নদীতে, জলতরঙ্গে লিখে দেবো অর্ধশত অসমাপ্ত স্বপ্ন

নোটবুকের পাতায় পাতায় জলের ছাপ
পাতায় পাতায় ছেঁড়া পাল, উত্তুঙ্গ হাওয়া, দড়িদড়া মাঝি মাল্লা, শিকারী শ্বাপদের নিঃশব্দ পদচারণ…আর এসব কিছু বুকে নিয়ে গম্ভীর ভাবে বসে থাকে সহস্র এক রজনীর মত আমার প্রমিসগুচ্ছ

আমার প্রমিসগুলো স্মৃতিসৌধ বানায়
গণসঙ্গীত গেয়ে গেয়ে নোটবুকে লাগায় আগুন;
মাঝে মাঝে ঘুড়ি হয়ে উড়ে বেড়ায়
পিঠে লেখা থাকে হয়ত, ‘ Always keep the promise’

ছোট ছোট প্রমিসগুলো সার বেঁধে কখনো বা দাঁড়িয়ে থাকে-
–সত্য বলব
–ভালোবাসব
–খুব হাসব
–কম খাবো
–খুশি থাকব..ইত্যাদি ইত্যাদি
কোন কোন নোট বুকে থাকে
জঙ্গুলে সব প্রমিজ
পার্পল রঙের লেকে পা ডুবিয়ে খাবো আইসক্রিম
পার্পল রঙের দেয়ালে এঁকে দেবো ব্লু হোয়েল
পার্পল ভালোবাসায় কাউকে হয়ত বলব একদিন ঠিকঠাক I PURPLE YOU!!

আমার প্রমিসগুলো বুনো হাঁসের মত ভেসে বেড়ায়
নোটবুকের পাতায় পাতায়
ঘাসের বনে গান গায় নাইটিংগেল – ”পৃথিবীটা ঘাস জমি আলো ফেলে না কেউ
জন্মান্তরবাদ ভুলে যায় প্রজাপতি
এখানে প্রমিস রাখে না কেউ…”

এইসব আজগুবি প্রমিস কে করেছে কোথায়
এই একমাত্র আমার নোটবুক ছাড়া?
কে আর লিখেছে ভীষণ আবেগে – এবার ঠিক ঠিক বদলে যাবো
ঠিক ঠিক মানুষ (নাকি কবি!) হব..
and thats a damn promise.

 

তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২২

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse