আলো ডানা
জয়শ্রী গাঙ্গুলি
জয়পাল কুমার রোজ বসে থাকে বটগাছতলায়
দূরে সাঁঝমাখা গাছে বিন্দু বিন্দু কুয়াশা মেখে উড়ে যায় আলোপাখি
আমরা সবাই আঁধারের দিকে হেঁটে চলি
ভালোবাসায় ফিরব বলে
অনামিকা বলেছিল শুকতারা জ্বলে উঠলে
কারিব্যু হরিণেরা যূথবদ্ধ আবার দাঁড়াবে,
ধূসর সেদিন, চোখে ফুটে উঠবে দিনান্তের আভাস-
বটের ঝুরির দল নেমে এসে মুছে যাওয়া নির্জন স্টেশনে
অথচ এখানে আজ বেণীমাধব বাই লেনে
টগরকুঁড়ির মতো এক ফুটেছে সকাল।
তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest