আলো আঁধার
অনুপম দত্ত
কবিতা লিখতে গেলে আলো মরে আসে
শব্দের গায়ে ছায়া পড়ে অপশব্দের
মরা চাল বাছতে গিয়ে করকর করে ওঠে চোখ
একটু বাইরে বেরোনো ভালো
এখনও ইতস্তত আলো লেগে রয়েছে দেয়ালে
প্রতি অনুচ্ছেদে গর্ত খুঁড়েছে যত স্তাবক শেয়াল
তাদের জন্য মচকে যায় অক্ষরবৃত্তের গোড়ালি
কী লিখবো! এক শব্দ থেকে আরেক শব্দের দূরত্ব মাপার ফিতেটা হারিয়ে গেছে কোথায়। আলো নিয়ে খুঁজবো ভাবি। অথচ কবিতা লিখতে গেলেই আলো মরে আসে।
তারিখঃ এপ্রিল ৮, ২০২২
Subscribe
Login
0 Comments
Oldest