আস্তাবল থেকে হারিয়ে গেছে ঘোড়া
চঞ্চল বাগ
অবনমন থেকে হারিয়ে যাচ্ছে সুতো
যেভাবে গোধূলি নদীর বুকে কোনো নিঃশব্দ চর
তলিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে অন্ধকারে
আর এই অন্ধকার কাকে চায়-
কার কাছে নিগূঢ় হাত পাতে
কার জন্য বসে থাকে
হাহাকারের মতো
সে কি জন্ম নেওয়ার মতো ভুল নয়,
সে কি অন্ধকার থেকে আলোর বিষাদের বিপরীতমুখিতা নয়,
আর আমি তাকে সাক্ষী রাখি
বাসস্ট্যান্ডের বৃহন্নলার মতো
আমি তাকে সাক্ষী রাখি
পাতাঝরা জারুল গাছের মতো
আমি তাকে সাক্ষী রাখি বেদুইন উন্নসিকতায়
আসলে প্রত্যেকটি ঘটনা
নিছক চলচ্চিত্র ছাড়া কিছু নয়
প্রত্যেক আঙ্গিক শুধু ক্ষণভঙ্গুর
অথচ এ সবই সূচিত করে বিপন্নতা
আমরা শুধু যেতেই থাকি সামনে বা পিছনে,
আর সব পথ মিলে যায় শূন্য থেকে মহাশূন্যের দিকে।
তারিখঃ এপ্রিল ১১, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest