ইচ্ছেগুলো হোক প্রজাপতি
সুলতানা শিরীন
মনের ভেতরের শখটাকে মেরে ফেলতে নেই
বয়সের দোহাই দিয়ে গলা টিপতে হয় না নিরপরাধ ইচ্ছের
যদি কারও ঘর উজাড় না হয়, যদি অবক্ষয় না নেমে আসে সমাজে
তবে স্বপ্নের ডানাগুলো উড়তে চাইলে ক্ষতি কী তাতে!
এ জীবন মানুষের, পাখি বা নয় কীটপতঙ্গের
শুরু থেকে শেষ পর্যন্ত হোক না চাষ অজস্র সুরেলা দিনের
যদি কেউ অবাঞ্ছিত আঙুল উঁচু করে
তবে সেখানে উড়িয়ে দেওয়া হোক স্বাধীনতার পতাকা
পাখিও কখনও চায়নি শৃঙ্খলিত জীবনের নিরাপদ আহার।
তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest


AstuteHorse