ইফফাত জাহান -০৪
সাজ্জাদ সাঈফ
তুমি এক ধারাবিবরণী হয়ে থেকে গেছো সোনাপাতি ফুলে, কেউ ডাকে চন্দ্রপ্রভা!
বারো মাস পাতা ঝরে পড়ে থাকে এইখানটায় মসজিদ পথে।
ভূষিজলে মুখ ডোবানো গাভীর মতন চোখ তুলে তাকায় বিকাল;
কী যে মমতা মহাশূন্যের ভিতর বাহির জুড়ে সেই চাহনির!
তোমাদের পুরোনো টিভির কাঠের বাক্স পাড়ি দিয়ে দেখা পাই ঋতুগুচ্ছের, নিমেষেই কাশবনে ছেয়ে আসে স্মৃতির শরত, গান আসে, ভেঁপু ছেড়ে বের হয়ে যায় স্কুলবাস ঢাকের বাদ্যটুকু ঘেঁষে!
তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২২
Subscribe
Login
0 Comments
Oldest