উত্তরণ
সুলতানা শিরীন
যদি ভুল ভাঙে
তবে জেনে রেখো
এ জীবন নির্বাসনের
অনেক বছর হলো নিজের সাথেই বসবাস
প্রিয় মানুষকে সহ্য করা বড়ো দুরূহ কাজ
প্রাপ্তির আগের তীব্র আকাঙ্ক্ষার মতো
অনেক ইচ্ছে কাচপোকা হয়ে আত্মাহুতি দেয়
একসময় অলীক ভাবনার ডুব থেকে জেগে উঠলে
পৃথিবীটা বড়ো শূন্য মনে হয়
নির্বাসিত জীবনের পথিক হলেও
কখনো একাকিত্বকে ভয় হয়নি
এ পথটা খুব আপন
কারণ, অকারণ কষ্টের কারণ নেই
কারণ, মানুষ নেই
তাই ব্যথা নেই
নেই তাপ
নির্বাসিত জীবনে ভালো থেকেও
কখনো বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকে আবছায়া।
তারিখঃ এপ্রিল ১১, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest