উড়ান বাজার
পৃথা রায় চৌধুরী
হলদে চোখের লোকটা
হরেক রকম আংটি ফেরি করছিলো
হাত পেতে মোহর চেয়ে গছিয়ে দিলো
উজ্জ্বল পাথর বসানো, চোখ ধাঁধানো জড়োয়া;
ছুঁড়ে ফেলে বলেছি, ডানা চাই।
লোকটা টুকটুকে আপেল এগিয়ে দিলো
ডানা নেই, এই নাও লাল
লোকটার হলদে মণিতে ছিল অবজ্ঞা।
রেশমি থলে ভরা মোহর দেখিয়ে
আপেল নয়, কিছু তামাটে প্রাচীন, সবজে
শ্যাওলা ধরা সরু জলের ধার কল, চাওয়ামাত্র
লোকটার হলদে অবজ্ঞায় বোমা বাঁধার ছটফট।
লোকটা বাজার দেখালো
সেখানে মিলবে ডানা
সারি সারি আংটি, আপেলের দোকান পেরিয়ে
দেখা গেল ধিকিধিকি আঁচে সুবাস ছড়ানো কেক
সারি সারি ডানায় লেখা আছে দাম
দামী সূর্যছটা ডানায় পিঠ ছুঁয়ে যেতেই,
হলদে চোখের লোকটার সবজে চোখ আর পাথুরে শিং
চোখে পড়েছিলো…
ডানার আড়াল থেকে বেরিয়েছিল অঙ্কুশ, অবশেষে।
তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৩
DArun imagery.