একটি সাধারণ মেয়ের গল্প
শওকত আহসান ফারুক
রাতের গল্পগুলো কল্পকথার মতো জেগে থাকে
যদিও রূপকথা শুনে এখন আর আগের মতো শিহরিত হই না।
কৃষ্ণপক্ষীয় চাঁদের আলো বর্ধমানে হোটেল লবিতে জেগে,
দক্ষিণেশ্বর সাধারণ মেয়েটা ভাবছে ইতিউতি
উঁকি দেয় অপ্রত্যাশিত কিছু ভেজা মেঘের ভাবনা।
শারদীয় উৎসবে কাশবনে মেঘের দোলা
কর্তার গান ভেসে আসে চরাচর জুড়ে।
‘সেই যে দিনগুলি, বাঁশি বাজোনোর দিনগুলি, বাউলের দিনগুলি
ভাটিয়ালির দিনগুলি, তারা আজো পিছু ডাকে…’
আশ্বিনে মেঘাভ্র করজোড়ে দাঁড়িয়ে আছে সম্মুখে হেমন্তে,
শেষ বিকেলে তুমি উদাস হয়ে যাও কেন? বারংবার।
তোমার কিছু অঙ্গীকার ছিল প্রকৃতির কাছে
এক আকাশ ঋণ স্রোতস্বিনী নদীর কাছে
ফিরে আসায় প্রতিশ্রুতি রয়েছে উত্তরে পাহাড়ের কাছে।
অভিবাদন জানিয়ে তুমি এলে পরিযায়ী হাঁসের ডানায়
উড়ে এসে জুড়ে বসেছে নতুন ভোর,
তারিখঃ ডিসেম্বর ২০, ২০২০
Subscribe
Login
0 Comments
Oldest