একাকী
শওকত কবির
বৃষ্টি থেমে গেছে
বিকেলের সাথে বয়ে যাই রাতে
রাতও বিগত হয়।
এতদিন মন বহুকষ্টে দাবিয়ে রেখেছিল
সমুদ্র জ্বর
আজ সে ভীষণ জেদি
মনে রাখবে গোধূলির লাল…
একটা ছোট্ট দুপুর তাই নিয়ে গেল শহরের এক কোণে
আমি ছিলাম সকালের পতিত পাপড়ি
ব্যস্ত ফুটপাথে
সাথে থাকতো সুতনু, ভাবনাহীন স্বপ্ন
আর সত্যের ঝিকিমিকি দিন
নিজেকে প্রশ্ন করিনি কখনো
কেন দেবদারু গন্ধ পাই?
স্বপ্নেও ভাবিনি একটি কাঠবাক্সে নিজেকে এভাবে সাজাবো
সবার কাছে ব্যাপারটা স্বপ্নদায়ক হলেও
আমার কাছে ছিল কষ্টদায়ক অনিবার্য
এখানে মানুষ রোপণ করে বাঁধাকপি এবং ফুল,
এখানে মানুষ ক্ষুধার্ত ও দরিদ্র…
একদিন স্বপ্নে দেখি, দূরবর্তী চেয়ারটাতে বসে
ফসলের কাছে আগামীর দুর্যোগ বার্তা পাঠাচ্ছি
আমি বৃষ্টি-চাদর-তলদেশে গিয়েছিলাম
নদী বান্ধা বাধ পেড়িয়ে মায়াচূর্ণ চরের উপর
একলা ঘাসের জিজ্ঞাসা দেখতে
আমি ডাইনোসরের গর্জন এবং
আগ্নেয়গিরিতে লাভার বিস্ফোরণ শুনেছি
তবু একটি সাপের মত বুক বেয়ে বয়ে গেছি শুধু
কাউকে ডাকিনি
একাই ছিলাম
যখন একটা ছোট্ট গোলোক মাঝে থাকতাম
নিজেকে নিয়ে
তারিখঃ জুলাই ৪, ২০২১