একা (কাফকা স্মরণে)
রাজেশ গঙ্গোপাধ্যায়
আমার অক্ষরগুচ্ছে আগুন জ্বালিও
প্রেয়সীর প্রতি ছিল আর্তি গভীর
পৃষ্ঠারা অসূর্যম্পশ্যা যেন থেকে যায়
সুহৃদের প্রতি ছিল অনুরোধ
#
বিশ্বাসঘাত থেকে অমরত্বের কক্ষপথে
স্থাপিত হয়েছে প্রতিভা
মহাকালও নজরানা রাখে মুগ্ধতার
নশ্বর আশরীর দৈব অবতার
#
সৃষ্টির ছায়াপথে একা হেঁটে যাচ্ছেন তিনি
রয়ে যাচ্ছে কথা দিয়ে কথা না রাখারই দলিল
তারিখঃ জানুয়ারি ১১, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest