এসেছে শরৎ
দেবী শংকর চক্রবর্তী
“অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া”—
তিনবার মুখস্থ লিখে জানলা খুলি।
বাইরে তাকাই। দেখি, সেই পালে লেগে আছে কালো কালো ছোপ।
তবে কি ভুল চশমায় দেখেছি তোমায় এতকাল?
কাতর শরৎ হাওয়া বাধা পায়, ফিরে আসে।
বৃদ্ধাবাসে বোর্ড ঝোলে ‘প্রবেশ নিষেধ’।
মলিন পোশাকে শিশু চা আনে রঙিন মণ্ডপে।
তোমার আলোর বেণু বাজবে না সকলের জন্য?
তবে কি ভুল রঙে রাঙিয়েছি মাটি?
প্রতিমা কি প্রাণ পায় তাতে?
তবুও কুমোরটুলি রাত জাগে প্রতিটি শরতে।
শব্দে শব্দ ঘষি — চকমকি —
বিশ্রী আওয়াজ জাগে আগমনী গানে।
তবু আশা, একদিন জ্বলবেই আলো
অমল ধবল সব প্রাণে।
তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২২
Subscribe
Login
0 Comments
Oldest