ওয়াকওভার
চন্দ্রাণী গোস্বামী
নিজের ছায়ায় ফাগুন দেখে হলুদে স্নান। বনাঞ্চলের শুকনো পাতায় বসন্ত মাখামাখি
পাকদন্ডী ডিঙিয়ে শূন্যের উঁচুতে
আরো উঁচুতে আঙ্গুল ছুঁতে চাইছে একটা হাসি—-
মেঘের ডানায় সিপিয়া রঙ দুলছে, গোমেদরঙা হ্রদে বসন্ত জাগ্রত
কবুতর উড়ে যাচ্ছে তিস্তাকে(সখা) ডাক পাঠাতে …
এমন চখাচখি ওড়া সন্ধ্যায় কাঠের বারান্দায় দুই’পা বসন্তে ডুবিয়ে
চোখে রক্ত, ঠোঁটে কালসিটে, ধুকপুকে হৃদপিন্ডময় ভালোবাসা নিয়েও
নিথর আমার সখার আঙ্গুল।
এমন সুখের ডানায় এ যেন অসময়ে বজ্রপাতের আভাস। ফাগুন কি করে আগুন লাগাবে বনে বনে?
তিস্তা বুকে নিয়ে বধ্যভূমি ছেড়ে যাচ্ছি সবাইকার অগোচরে।
তারিখঃ জানুয়ারি ১১, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest