কথাহীন কথকতা
জামান একুশে
আজকাল কথাহীন প্রেমে আমাদের সময় কাটে
তুমি চুপচাপ আমার আঙ্গুল নিয়ে খেলো
আমি দেখি তোমার নতুন আঁকা নেইল পলিশের স্নিগ্ধতা
আর ভেঙ্গে যাওয়া নখের মুষড়ে পড়া কাতরতা।
মাস্কের আড়ালে মুখের অভিব্যক্তি আড়ালে থাকে
তাই চোখের ভাষাও দুর্বোধ্য।
তারচে এসো মনে মনে গজ ফিতে দিয়ে মাপি
তোমার মনের কৌণিক দূরত্ব।
এক সময় কত কথা হতো তোমার আমার
কথার প্রাচুর্যে একদিন বিলখেলাপি হয়ে গেলাম
মনে আছে!
ঋণ খেলাপীর পাশেই লিখা হলো আমার নাম
তারপরেও আমরা ছিলাম অপ্রতিরোধ্য
গল্প কথায়।
শুভ সকাল থেকে শুভ সন্ধ্যা অথবা রাত্রি
আমরা ছিলাম দূর আকাশের স্বপ্নিল অভিযাত্রী।
গুনগুনিয়ে কত গান ছিল কথার ফাঁকে
আজ আমাদের কথাগুলো সব চেপে থাকে আঙ্গুলের ফাঁকে
বলি
কী!
তুমি বল কই! কিছুনাতো!
আবার তুমি আমার আঙ্গুল নিয়ে ব্যস্ত হয়ে পড়
যেন কথারা সব লুকিয়ে আছে আঙ্গুলে আঙ্গুলে।
শুকনো শহরে মাঝে মাঝে কোকিল ডেকে উঠলে
বলি কাশি কমেছে?
তুমি বল উঁহু
ওষুধ খেয়েছ?
উঁহু
খেয়ে নিও একটা
হুম
নিজের যত্ন নিও
হুম
তোমাকে ভালো লাগছে
হুম
জামাটা সুন্দর
হুম
চুল গুলো ভেজা
হুম
শুকিয়ে নিও
হুম
কানে কিছু পরো না কেন?
হুম
পরিও সুন্দর লাগবে
হুম
তোমার কান সুন্দর
তাই!
হুম
আমি অপেক্ষায় থাকি বলবে শুধু কান সুন্দর? আর কিছু না! তুমি বলোনা। যেন কোন প্রশ্ন নেই, যেন কোন কথা নেই, যেন সব কথারা ব্যস্ত আঙ্গুলে আঙ্গুলে।
আমি টের পাই অনুচ্চারিত সব কথা আবার পাইনা
যেন কথা প্রেরণ হয়েছে
কিন্তু প্রাপকের কাছে না পৌঁছে ভেসে বেড়াচ্ছে ইথারে
তারপরেও নীরব প্রেমের, কথাহীন প্রেমের, অনুচ্চারিত প্রেমের একটা সোঁদা গন্ধে বুঁদ হয়ে আমি তোমার সোনালী চুলে আঙ্গুল চালাই। তুমি নিবিড় হও হৃদপিন্ডের কাছে, আরো কাছে
কয়েকটা বেয়াড়া চুল মুখের কাছে উড়তে থাকে। আমার বাধ্য আঙ্গুল সরিয়ে দেয় অবাধ্য হওয়ার অভিপ্রায়ে।
তোমার দিকে তাকালে দেখি নিবিড় আলিংগনে তোমার চোখ দুটি বন্ধ
দেখি তোমার আত্মসমর্পন
দেখি তোমার অনুচ্চারিত আবেগের পরিস্ফুটন
কথাহীন প্রেম জাগ্রত হয় স্পর্শে স্পর্শে, তনুতে মনেতে আর স্বপ্নিল আবেশে…।।
তারিখঃ এপ্রিল ১০, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest