করোনা সিরিজঃ বর্ষা ও আইসিইউ

 

আজ দ্বিমনে বরষা ঝরায় বাতাস

টোপর খুলে স্যালুট করছে আকাশ?

মস্ত আকাশ, বুনছে আয়ুর নিদান?

অসুখে বন, মুহুর্মুহু, বিরান!

 

অসুখে মন, রাত্রি কি ভোর, বিষম

এর ভিতরেই বৃষ্টি ধরছে কলম

গাঙ ভরে যায়, আঁজলা জুড়ায় দাহ

এমন দ্বিধায় লুকালো কি উৎসাহ?

 

ঘরের সবই ঔষধি ঘ্রাণ দিয়ে

ভর্তি এখন, বৃষ্টি আসছে ধেয়ে

হৃদয়পথে, ভেন্টিলেটর কাঁপে

অসুখ তাকায়, রক্তে, উচ্চচাপে!

তারিখঃ জুলাই ৪, ২০২১

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse