কারাগারে আমি
ফারহানা নীলা
অনেক মানুষ এসেছিল
অনেক গল্পের কলরবে মুখরিত চারিদিক
দুই একজন খিস্তি করে, কেউ বসে থাকে নির্বাক নিশ্চুপ
কেউ কান্না লুকোয় নীরবে
কারো হাসি দিগন্ত কাঁপায়
কারো নাকছাবি জুড়ে জল চিকচিক
কারো ভেপে কত লম্বা দম…
ওদের সাথেই ছিলাম… আদলে ছিল ছায়া ছায়া প্রশান্তি মুখোশ
ওদের মুখোশ ছিল হয়তো বা
সেটা খুলতে চাইনি
কেবল পড়েছি অন্তর্গত অনন্ত বিস্ময়
সামনে দিগন্তজোড়া খোলা খাতা; সাদা সাদা পাতা থেকে উড়ে গেছে কালি
সহস্র মুখের সাথে মুখোশ উপুড় হয়ে আঁকছে মানুষ
লেখাপড়ার অভ্যাস ছেড়ে গেছে ; অকর্মণ্য আমি আজকাল শুধু মানুষকে পড়ি
মানুষ পড়তে পড়তে বিষণ্ণ সময়ের ছবি হয়ে ঝুলে আছি
জীবন নামের কারাগারে
তারিখঃ অক্টোবর ৩, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest