কার সাথে সন্ধি করো
ফারহানা নীলা
জানালায় টোকা দেয় মেঘ
নেমে আসে আকাশের পাটাতন
পা ঝুলিয়ে বসে আছে বিজলি ; গর্জনে তেড়ে আসে বৃষ্টি
মিহিদানা জল বুকের কোটরে জমে
কিছু স্মৃতি ভাসে
মনে পড়ে কাগজের নৌকো ভেসে গিয়েছিল জলে
বৃষ্টির শব্দটা টেনে নিয়ে যায় টিনের চালের এক ঘরে
ওখানে শীতল শয্যা উষ্ণতা খুঁজছে বৃষ্টির অবগাহনে
ভালোবাসা ছিল, প্রেম ডুবেছিল বৃষ্টির মোহনা খুঁজে অতলের টানে
বৃষ্টি! ও বৃষ্টি তোমার শাড়ি জুড়ে মেঘ ভাসে
বিজলিবাতি ঝলকে ওঠে
চোখ কেন জ্বালা করে?
কোন গাঁয়ে থাকো? কার সাথে
রোজ সন্ধি করো?
তারিখঃ জুলাই ১৯, ২০২৩
সুন্দর! ❤️