কীসের দম্ভ তোমার
সাজ্জাদ সাঈফ
সমাজের ছুরি হতে দূরে দূরে থেকে গিয়ে আমার গানেরা জাগে বাঁশরি আলোর নিচে, উজ্জ্বলতর সব চঞ্চল সুরে;
হৃদয়ে বেঞ্চি পেতে যাকেই বসতে বলি সে-ই রেখে যায় ছোবলের দাগ, কৃষ্ণপক্ষ রাত!
যেভাবে হাঁটছো একা, সঙ্ঘেরা কানাকানি করে; তারা চায় অন্ধই থাকো তুমি, সামাজিক উদগ্রতা যেমনি চলছে চলুক।
আজকেও সিনা টান করে সমাজকে ভেংচি কেটেছো? কী চাও বলো তো ভায়া, কীসের দম্ভ তোমার?
তারিখঃ অক্টোবর ৩, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest