কে কেঁদেছে
ফারহানা নীলা
বসে আছে একটা কেদারা
যুগের শব্দরা আসে; বসে মুখোমুখি
পঙক্তিটা বাঙময় হতে চায়
কিছু অনুভব নতমুখী
আগেও শুনেছি এই গল্প
তরুণী কেমন করে হয়েছে কবিতা?
কোন আবেগের ভস্ম থেকে ওড়ে এলোচুলে ছাই
কে তাকে বানাল কবিতার মতো?
কতগুলো কাক খুঁটে আনে রোদ
অনর্গল ডাকে মিহিদানা সুখ
যুগপৎ এই টানাপোড়েনের মাঝে কবিতা হারায়– মেয়েটি আকুল ডাকে
কে কেঁদেছে? মেয়েটি? না কি কবিতা?
তারিখঃ এপ্রিল ৪, ২০২২
Subscribe
Login
0 Comments
Oldest