ক্লান্তির কবিতা
যশোধরা রায়চৌধুরী
ক্লান্তির কবিতা আর লিখব না কেউ
শরীরের তৃষ্ণা আছে , অথচ জলের নিচে আছি
হৃদয়ের জিজ্ঞাসা রয়েছে, কিন্তু পাথর বেঁধেছি আমরা বুকেভ্রান্তির ছবিও আর শিখব না কেউ
দুডানায় এসে বসবে ভালোবাসা আজ
বিপুল আদর এসে পাখসাট খাবেহৃদয় উজাড় করে দিয়েছে আমাকে তারা, সেইসব ধোঁয়া-ওঠা-নেবা-বোকা লোক।
ক্লান্তি, ক্লান্তি তুমি আমার পিঠের মধ্যে খোঁদল কেটেছ আর গুঁড়ি মেরে বসেছ সেখানে
বসেছ আমার ভারটিব্রার খোপের মধ্যে, ওহে দুশ্চিন্তা সম্বলিত ঘাড় তুমি পোকাবাছা দিন এনে
বসিয়েছ আমার সি সিক্স ও সি সেভেনের মধ্যেএ ফোঁড় ও ফোঁড় করা বাস্তবতা, তুমি কত আড়াল ঘোচাবে আর,
কত আর ওড়াবে আমার প্রিয় ঘুমএখন কেবল আমি কাপ ধোব, কফিকাপ, ধুয়ে রাখব চামচ, গেলাস
ঠান্ডা জলে হাত দিতে দিতে এই হাতদুটি মমি হয়ে যাবে… ঠিক সেরকম সাদা…তারপর ফিতেগুলি টেনে টেনে খুলে নেব আমি। ফালি ফালি সাদা ব্যান্ডেজের
ভেতরে মমির কালো, অস্থিময়, অথচ আগুনযুক্ত মাংস আর পেশীযুক্ত আদি প্রবঞ্চনা রয়ে গেছে
শব্দ বাতাবরণের মত এসে তার মধ্যে বসে যায়, পাখির ঝাঁকের মত নব নব শব্দ ধ্বনি কল্প বেজে ওঠে
তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২২
খুব সুন্দর