ক্ষণকাল
শাহাদাতুল গণি
ছন্দপতন জীবন আর ভালো লাগে না
ছন্দেবন্ধে আর কতকাল!
ছাপাখানার মতোই জীবন আমার
সংশোধনে বহুবার, ছাপাই সংযত হয়ে
সাবধানে, শতবার ভুলে ভরা জীবন
কতবার খেয়ালে খেয়ালে রেখেছি
কমা, সেমিকোলন, দাঁড়ি আর
আশ্চর্যবোধক চিহ্ন, তারপরও
হেঁটে যাই জীবনের খুব কাছাকাছি
দিনের আলোটুকু নিজের ক’রে হাত বাড়াই
বদলে পাই জোনাকির আলো
ঝিঁঝির ডাক শুনবো বলে কান পাতি
শুনতে পাই জলের প্রলয়ের হুঙ্কার
শুধুই ভুলের বেসাতি!
সেই কবেই জীবনীগ্রন্থ গেছে ছাপাখানায়
অপেক্ষায় আমি
রঙিন প্রচ্ছদে জীবনের নতুনত্বে
শব্দের ভিতর পুরো জীবনের লেনদেন
উল্কাবেগে ছুটে যাই আলোকরশ্মির কাছে
জীবনপ্রবাহের মতো আমি আজও অপেক্ষমান
ছাপাখানা, জীবন ও অগোছালো শব্দে আর অনুভূতিতে
দীপ্তিময় যে জীবন ব্যাকরণ
আলো ফেলে গভীরে যে জীবন
হয়তো একদিন চলে যাবো ঋণচিহ্ন রেখে
ঋণপত্র দিয়ে যাবো ছাপাখানার অভ্যন্তরে
মেশিনের ভিতর, যত্ন ক’রে
ছন্দেবন্ধে গেল এই জীবন।
তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৩
অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো
বাহ্ জীবন বন্দনা! ভালো লাগলো ভীষণ | ভালো থাকবেন কবি| ভালোবাসা আর শুভকামনা আপনার জন্য|