খাজানা
সুলতানা শিরীন
আমি তলিয়ে যাচ্ছি
একটি স্রোতহীন সমতল নদীর ভেতর
কোনো আলোড়ন নেই
নেই চতুর মাছেদের চোখ
হয়তো আমি ঘুমিয়ে যাচ্ছি
যে ঘুমটুকু তোলা ছিল দুঃসময়ের জন্য
একটি কাঠের সিন্দুক থেকে বেরিয়ে আসে
অনেক আগের পুরোনো ঠান্ডা গন্ধ
দুটো জলপরী আগলে রাখে গুপ্তধন
আমি জেনেছি সেই অমূল্য খাজানার কথা
একটি প্যাপিরাসে লেখা ছিল-
মানুষ ভুলের ঊর্ধ্বে না।
তারিখঃ জানুয়ারি ১১, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest