খাদ

 

পাতা ঝ’রে ঝ’রে উদ্যান যখন

গালিচার আবর্তে প্রহসন দৃশ্য হয়ে উঠেছে

সখ্যের চাপা পড়া অতীত হাঁসফাঁস

আকুলি বিকুলি করে স্মৃতি হাতড়াচ্ছে

 

আরাধ্য নৈকট্যের সংজ্ঞা

সাত-সতেরো আলাপের ডালি মেলে আজ

বার বার বলে উঠতে চাইছে—

ভাঙা কংক্রিটের পথটায় বসে

ধুলোমাটি মেখে

আন্তরিক আন্তরিক সম্পর্কের নাটকে

আমাদের প্রতিটি অতীত

ধ্যানস্থ শরীর ও মন

কতটা নৈকট্য সংলাপে আউড়েছে

কতটা সখ্য হৃদ-গহিনে বুনেছে

 

আবদুল আলীর ফুচকায় এখন

সময়ের পলি জমে, বন্ধ্যা অতীত

নদীর মতো স্থির

মরানদী সংলাপেরা

জমে জমে মমি

মরুদ্যানে ধূলিঝড় চিহ্ন জুড়ে

সাত রাজ্যের বালি কিচকিচ

কোরাসে শ্লোগান মিছিল

 

পাতার ছাউনি চুঁইয়ে

গত জনমের এক ফোঁটা বৃষ্টি জল

স্বর্গ থেকে মর্ত্যে নামা

নক্ষত্রের পতন ক্যানভাস

আস্তিনে ভাঁজ খেয়ে পড়ে থাকা

আলস্য প্রাসাদ জুড়ে নশ্বর স্মৃতি-প্রপাত

সান্ত্বনার মতো মিশে থাকে

অনাড়ম্বর গত সময়ের সঞ্চয়

অনুচ্চারে বিবেকের সংলাপ

বলতে চায়—

গহনায় আবশ্যক সোনায় খাদ

 

ওটুকুই অবশিষ্ট

বাকিটুকু প্রহসন, ঢেকে রাখা

পোশাকি প্রবাদ।

তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৩

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse