ছবির মন চশমায়
অমিতাভ সরকার
অনেকদিন পর বাড়িটায় এলাম
সব তেমনই আছে মানুষগুলোও একইরকম
তবে ভালোবাসা জিনিসটার আগের মতই বড় অভাব।
দেখা নিয়ে এ ঘরে আমাকে সেদিন যারা ওসব বলেছিল তারা সবাই ঘর ছেড়ে চলে গেছে
আমিই কেবল…
বিষয়গুলো ভাবলে আজও হাসি পায়।
একটা কাজের সময় অন্য কথা মনে হয়
অনেক চেষ্টা করেও মনকে কিছুতেই সরানো যায় না
শরীরটা বেরিয়ে আসে
লোকে তাকায়, যে যার মতো করে চোখ বাঁচিয়ে চলে যায়
চেহারার আর কী দোষ!
ভগবান যাকে যেমন দিয়েছেন
পরিশ্রমে ঠিক কতটা হয়!
রৌদ্রের মানিব্যাগে একশো দুশো পাঁচশ টাকার পাশে ছেঁড়া দশ টাকার নোটের মতই জীবনটার অবস্থাও এই গরমে বেশ কাহিল।
আছি ঠিকই, তবে সেটা ভালো না খারাপ সেটাই বুঝতে পারি না।
পাঠক কী ভাবছেন?
তারিখঃ জুলাই ১৯, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest