ছোট গল্প
দীপাঞ্জন মাইতি
বিচ্ছেদে প্রেমিক আর ঝরে পড়া পাতা…
দু’জনেরই যাপনদৈর্ঘ্যে এক নিজস্ব দিনবিধি আছে,
ওদের ঘন্টা মিনিট দিন মাস বছর যুগ ইত্যাদি কেবল সময়ের একক সমূহ;
আসলে আহ্নিকতা মননপটে চেনা মুখ, চেনা সময় ইত্যাদির
ক্রমক্ষীণ গাড়ত্বের ক্রমলীন অস্তিত্বের সমান্তরাল।
তবু সবার তো আর সরে যাওয়া মানে ঝড়ে যাওয়া নয়,
ঝড়ে যাওয়া নয়…
তাই হয়ত বিচ্ছেদে কোনো কোনো প্রেমিক মানুষ হয়,
দূরত্বে কিছু প্রেম গভীর হয়,
কোনো কোনো হলুদ পাতা বাদামী হয়ে আগামীর রং ধার্য করে;
যাপনদৈর্ঘ্যে সময়ের একক যাই হোক
অসম্পূর্ণতায় প্রেম রামধনু…
দ্বিপাক্ষিক অপেক্ষার চেয়ে সুন্দর ছোটোগল্প আমার জানা নেই।
তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২২
Subscribe
Login
0 Comments
Oldest