জলপাই রঙের রোদ
স্নিগ্ধা বাউল
একদিন অনুচ্চারিত বিকেলের প্রত্যাশায়
আমার হৃদয়কে অনার্য করে গেছো
কোনো এক বৈশাখি উঠোনে
ঠনঠনে রোদ ভেঙে
আচানক কাঁচবন্দি মেঘে;
আমার দেখা হয়নি তারে
আরও তারে হৃদয় হতে দূরে চলে যায় যে
তৃষ্ণার গোলকধাঁধায় ঘুরে ঘুরে ;
কোনোদিন শরৎ এলে মনে পড়ে
বিছানো শীতলক্ষ্যায় শয্যা পেতেছে সে
সেখানে বেতের ঝুড়ি ঝুলে আছে
উদাসী চুলের কাঁটায়
আরও শতাব্দীর আগেও —
প্রিয়, ভালোবাসায় কবিতা মরে যায়
ওদিকে থেকো আরও দূরে
প্রত্যাশী নারীর নজরে!
তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২২
Subscribe
Login
0 Comments
Oldest