জলের অঙ্গার
ফারহানা নীলা
ছায়া ভেঙে যায়, জল খোঁজে জল
মায়ার সেতুটি ভেঙে পড়ে আছে
কে ছুঁয়েছে জলের অধর?
সমানুপাতিক এই বেঁচে থাকা
প্রতিসরণে বেঁকেছ তুমি কত?
প্রতিফলিত রোদের ছায়ায়
উড়ে গেছে ছোটো পাখি চন্দনা
মুখোমুখি বসি ছায়া আর আমি
চোখ পোড়ে জলের দহনে
মাঝখানে মায়াসেতু দোলে
বাতাস কি জানে কোন ক্ষয়ে কত পরাজয়?
ক্ষয়িষ্ণু মনের মাঝে ম্যানগ্রোভ বন
থেকে বের হয় ডোরাকাটা বাঘ
কে ডাকে হালুম?
ছায়ার উদরে লেলিহান শিখা
মায়া পোড়ে ভাঙা সেতুটির নিচে জলের অঙ্গারে।
তারিখঃ এপ্রিল ১১, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest