ঝরে পড়া পাতার দুপুর
অর্ঘ্য রায় চৌধুরী
আরও কিছুটা সময় চেয়ে নিলাম।
এইসব প্রবাহ থেকে দূরে থাকবার মতো
নিজস্ব বনে, একলা হওয়ার মতো কিছুটা সময়
বহুকাল ভিড়ের ভিতরে ঘুরে কেটে গেছে দিন
এখন শান্ত নদী ডাকে
ফেলে আসা গ্রাম, ছায়া ঘেরা পথ
বহুদূর চলে যাওয়া আবছায়া গান
নির্জন গেট খুলে কৈশোর ঢুকে পড়ে
দোলনা বাগানে
আরও কিছুকাল একা থাকবো এখন
আরও কিছুকাল আমাকে অচেনা মনে হবে
আরও কিছুকাল কোলাহল থেকে বহু দূরে
আমিও পর্ণমোচী হয়ে রয়ে যাবো।
তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২২
Subscribe
Login
0 Comments
Oldest