ঠোঁট
কৌশিক চক্রবর্ত্তী
অনেকগুলো ঠোঁট একসাথে বেঁধে বেঁধে রেখেছে নিজেদের
তারা আর জন্ম নেয়নি মানুষের দেহে জুড়ে যাবে বলে
বরং মানুষেরাই কত সহজে জুড়ে যাচ্ছে ঠোঁটেদের একাকীত্বে
এখনো এরকম প্রতিটা ঠোঁট ছুঁয়ে বারান্দার কার্নিশে ঝুঁকে দাঁড়াতে পারছি আমরা
জলজ্যান্ত ঝাঁপিয়ে পড়তে পারছি সম্পর্কের খুব কাছে–
বেঁচে থাকবার একটা প্রধান শর্তই হল নিরুদ্দেশ হওয়া
যারা এখনো নিরুদ্দেশ হতে পারে নি,
তারা ঠোঁটেদের মত অবিকল বেছে রাখতেও পারে নি উদ্বৃত্ত যৌবন…
আমি চিৎকার করে বলতে পেরেছি আমিও ঠোঁটেদের মতোন
একদলা সম্পর্কের সাদা ছাই
এখন ছাই থেকেই ঠোঁট খোঁজার পালা
আবর্জনা ঘেঁটে শুধুমাত্র জীবন্ত ঠোঁট জমানোই আমার নেশা
কারণ সমস্ত নির্যাস থেকে কেবল ঠোঁটেরাই
নিজেদের জড়িয়ে রাখতে জানে আষ্ঠেপৃষ্ঠে
এ’সমস্ত ঠোঁটেরা নিজেদের মধ্যবিত্ত পরিচয় নিয়ে বাঁচতে ভালোবাসে…
তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২০