ডানা
একরাম আলি
ভোরের ফিকে অন্ধকার ফিসফিসিয়ে বলেছিল–
জানো তো, ওর দুটো ডানা আছে!
সেই থেকে পাখিকে বিশ্বাস করতে ইচ্ছে হয়
শহরতলির এই ঘর
বসে বসে শুনি — হাওয়া ঘুরে ঘুরে
কেবলই ভুল বকছে
রাত গড়িয়ে যায়, শেষ রাতে
মাকড়সার জালের ভেতর নিরুপায় ঢুকে পড়ি
ঘুম ভাঙে অগুনতি পালকের ঘন ঘন শ্বাসে
জালের ভেতর ওড়াউড়ি, ব্যস্ততা, হাঁসফাঁস
সেইসব উড়ো পালকের ছোটো ছোটো হাওয়া
কোনো – এক ডানার কথা বলে!
তারিখঃ এপ্রিল ১২, ২০২২
Subscribe
Login
0 Comments
Oldest