তাজমহল (অনুবাদ কবিতা)
দীপায়ন ভট্টাচার্য
মূল কবিতা – সাহির লুধিয়ানভি
তাজ তোমার জন্য এক প্রেমের দ্যোতকই হোক
এমন মনোরম স্হান সমাদৃত যতই হোক
আমার প্রিয়তমা, অন্য কোথাও দেখা কোরো তুমি!
রাজদরবারে অভাবীরা কবে অভিগামী হয়েছে?
রাজকীয় বৈভবের সকল প্রতীক যে পথে অঙ্কিত
সে পথে কবে প্রেমের আত্মার অভিসার হয়েছে?
প্রিয়তমা, প্রণয়ের বিজ্ঞাপনী পর্দার আড়ালে
বৈভবের ইঙ্গিত তুমি যদি পেতে
মৃত বাদশাদের সমাধিতে বিমুগ্ধ হওয়ার বদলে
নিষ্প্রভ নিজ নিবাস দেখতে যদি পেতে
অসংখ্য মানুষ এই পৃথিবীতে ভালোবেসেছে
কে বলেছে তাদের আবেগ সৎ ছিল না!
তাদের জন্য নেই কোনো বিজ্ঞাপনী উপাদান
তারাও আমাদের মতো ধনহীন ছিল যে!
এই প্রাসাদ-সমাধি, এই প্রাচীর, এই দুর্গ
মহত্ত্বের একেক স্তম্ভ স্বেচ্ছাচারী সম্রাটদের
পৃথিবীর বুকে ক্ষত এক, প্রাচীন ক্ষত
যেখানে রক্ত মিশে তোমার আমার পূর্বপুরুষের
আমার প্রিয়তমা, ভালো তো তারাও বাসে
রূপ-সৌষ্ঠব দিয়েছে একে যাদের কারুকাজ
আজো কোনো প্রদীপ জ্বলেনি সেসব প্রস্তরে
তাদের ভালোবাসার সমাধিতে বিস্মরণের সাজ
এই শ্যামল উদ্যান, এই যমুনার পার, এই মহল
এই উৎকীর্ণ দরজা-দেওয়াল, এই অলিন্দ, এই তোরণ
এক সম্রাট তার প্রাচুর্যের সুযোগ নিয়ে
আমাদের যত নগণ্য ভালোবাসার করেছে প্রহসন
প্রিয়তমা আমার, অন্য কোথাও দেখা কোরো তুমি!
তারিখঃ অক্টোবর ১০, ২০২৩
সুন্দর। খুব মনোরম অনুবাদ।