তার ছবি
অর্ঘ্য রায় চৌধুরী
তার ছবির দিকে তাকালেই
নিসর্গ বিধুর রং ছড়িয়ে পড়ে পাতায় পাতায়
এখন খেলা শেষের দিন
একে একে ফিরে যাচ্ছে সবাই
নিয়ে যাচ্ছে রোদ এবং জ্যোৎস্না
আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে
খুঁজে নিয়েছিলাম একান্ত দ্বীপ
পাখিরা ডানা মুড়ে ফিরে গেছিল বাসায়
রাত্রি নেমে এলে ছুঁয়ে দেখতাম স্রোতের সময়গুলো
তার ছবির দিকে তাকালেই
মৌনতা ডানা ঝাপটে ওঠে
হয়তো আরো কথা ছিল কিছু
দেখা হবে, আবার দেখা হবে।
তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪
দারুণ এক আঙ্গিক
ভালোবাসা নিয়ো