তিন লিমেরিক
পবিত্র সরকার
১. বৃষ্টির দিনে
বৃষ্টি পড়লে খুব বাড়িতে খিচুড়ি হয়,
সন্ধ্যেয় তেলেভাজা, লঙ্কা ও মুড়ি হয়।
এই সব হতে হতে
বর্ষাটা না ফুরোতে
দেখা যায় পরিবারে সকলেরই ভুঁড়ি হয়।
২. বেকারের কাজ
আছিস বেকার বসে? শোন তবে, শোন রে!
মাঠে শুয়ে রাত্তিরে তারাগুলো গোন রে!
পয়সা পাবি না, তবে
অঙ্কে বিদ্যা হবে
বিদ্যার চেয়ে বল আছে কোন ধন রে!
৩. কে বললো
কে বলেছে এ খবর- এখন মিয়ানমারে
সিগারেট মুখে দেখে কান ধরে টান মারে।
কিছু লোক নাক বোঁচা
পেটে খুব দেয় খোঁচা
বলে, গাধা! জানো না কি সিগারেটে জান মারে!
তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪
Subscribe
Login
0 Comments
Oldest