দূরত্ব
দীপায়ন ভট্টাচার্য
বড় সন্তর্পণে চলে গেলে যখন
জ্যোৎস্না মাখতে কখনো
বারান্দায় বসিনি
শনশনে হাওয়ায় মেঘ কেটে গেছে
দুপুর জুড়ে একটা বনসাই
একদৃষ্টে চেয়ে থাকে,
হেসে ওঠে কিনা বুঝি না
অনিচ্ছায় শুনতে পাই
বড় রাস্তা দিয়ে গাড়ি চলতে থাকে
রাতভর
শুকনো ঠোঁটে লোটাকম্বল নিয়ে
ছুটে বেড়িয়েছি
হিমালয়ে, দণ্ডকারণ্যে
গন্তব্য বদলেছে বারবার
গ্রীষ্মের এক বনেদী পুকুরের
মতো স্হিরতা ছাড়া
আর কিছুই চাইনি
তোমার আঁচলে বাঁধা ছিল
সম্বরণের চাবিগুচ্ছ
বড় দেরী হয়ে গেছে ততক্ষণ।
তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২১
আহা অসাধারণ এক কবিতা পড়লাম