দ্বৈত
বাণী বসু
তোমাকে ভাবি আমি এমন দাবি আমি করিনি সহৃদয়
আমাকে ভাবো তুমি এমন আবদারও কখনো নয় নয়
তবুও কেন এত শিশির ঘাসে ঘাসে জ্বলছে সারা মাঘ
জ্বলছে কেন তারা গুহার ভেতর যেন লুকিয়ে আছে বাঘ
আমরা বিচ্ছেদ, আমরা দুই পাড়, এ পশ্চিমেই
মধ্যে বেড়াজাল মধ্যে কাঁটাতার কিচ্ছু নেই
অথচ মস্তকে লুকিয়ে পরে থাকি শিরস্ত্রাণ
অথচ বাঘনখ মুঠোর সন্ধিতে মুখ ব্যাদান
আমাকে তুমি চাও, তোমাকে আমি চাই, হক কথাই
বলতে কী যে হয়, মুখ যে জ্বলে যায়, জিহ্বা নাই,
শোনো হে ঐ পাড়, শত্রু ভাবে ভজা সেও ভজান
শোনো গো এই পাড়, বিপ্রলম্ভের এ অভিমান।।
তারিখঃ অক্টোবর ১৩, ২০২৩
মুগ্ধাহত