দ্রাঘিমালণ্ঠন: ভূমিকা
সাজ্জাদ সাঈফ
একদিন উইকেন্ডে এসে মানুষের মগজ চিবাবে শয়তান। পত্রিকায় ফলাও করে হেলে পড়বে বহুগামিনী প্রেমিকার ভীড়। ধীরে, অতি ধীরে যাবে প্রবৃত্তি গুহার যুগে ফিরে, আগুনে উদ্বেল হবে লাস ভেগাস, কৌশলে ডান হাত লুকিয়ে রাখবে মানুষ;
অশেষ হাঙ্গামা শেষে কোনোদিন গাত্রদাহে উজাড় হবে রঙ্গমঞ্চ। জনপদে ভাগাড় হবে এজুজ-মাজুজ, মিথের হাওয়া এসে নিমেষেই মেঘে ভরপুর আর বৃষ্টিতে ভেসে যাবে দূষণ ও নিঃস্বতা সব।
যারা তোমাদের ঠাট্টায় কোনঠাসা, যারা প্রসাধনীতে পিছিয়ে বলে পরিহাস করো, সুশাসন ফেরেনি বলে আত্মগোপনে থাকা যাদের পরিণতি, পাতা নিয়ে বাঁশির মকশো করবে তারা অনন্তকাল। বর্ষার কামড়ে ছিন্নভিন্ন রাজপথ খুব পরিপাটি দেখাবে আবার।
কত ফুল কত ফুলকলি পাবে নিজ নিজ উদ্যান ফিরে বুকে!
একদিন এইভাবে বৈশাখ ও বাতাসের ফিসফিস শুনে উড়ে যাবে স্বর্ণাভ পাখিরা, সিদরাতুল মুনতাহায়!
তারিখঃ এপ্রিল ১২, ২০২২
ভীষণ ভালো লাগলো।এত গভীর বোধ!❤️
শুকরিয়া প্রিয়