দ্রাঘিমালণ্ঠন-৫
সাজ্জাদ সাঈফ
ঝুঁকে পড়া ডালে থাকে নাশতা পাখির থাকে অবাধ হালুই
ঘিরে, সৌরতীক্ষ্ণ গ্রাম, ছোট্ট মফস্বল, ফিরে আসে
জামরুলগ্লেস; ছোট অলিগলি, বসন্ত বিছানো ভুঁই;
স্বরলিপি নাকি টোলে স্বর্ণ-বর্ণমালা ওড়ে, নাগাড়ে পঠিত শ্লোকে?
নারুলির মোড়ে এলে নক করে তরুণ বয়স ঘুরে;
তোমার ঠিকানা সেই থেকে আমার ঠিকানা হলো;
ঠিক সেই বয়সের কথা, নিদাঘ প্রেমেরা পেল
অথৈ পাথারে ডুবে, এই সংসার গন্তব্য জুড়ে
বরই পাতার ভিড়ে ভাতশালিকের চোখ খুঁজে
খুদকুঁড়ো পায়।
রোদে গান গায় গ্রামবাংলা, আমার ঠিকানা জানে
পাকুড়তলাটি সেই পাড়াগাঁয়!
এখানে বসন্ত লীন, অমরাবতীর ধিন; রক্তে বৃত্ত আঁকে প্রেম বল্গাহীন!
যদি-বা মানুষ বাঁচে পোশাকি হাসিতে জুড়ে ঘুণে ধরা অন্তরাত্মা!
হলুদ জারুল ফুল, নেবে নাকি মেনে ঘুণ, মানবশঠতা?
তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪
Subscribe
Login
0 Comments
Oldest


AstuteHorse