দ্রাঘিমালণ্ঠন

 

এত জোরে বৃষ্টি হচ্ছে আর তোমার ভিতর শব্দ করে আছড়ে পড়ছে গাছেরা এর কিছুই আমাকে জাগাতে যথেষ্ট নয় জেনে এক কাঠবিড়ালির হাঁটার আওয়াজ নিয়ে চোখে আটকায় নিকট অতীত। এই যে জন্ম ও জন্মতিথির তারা, তোমাকে প্রশ্নবিদ্ধ করে আর আকাশ হতে ছুরিকাঘাত নেমে আসে বজ্রধ্বনিতে এর কিছুই গ্রন্থে ছিলো না লেখা, তবু এইসব দুয়ার ও দক্ষিণায় কবি এক অতীন্দ্রিয় রুহ, তোমার ভিতর জেগে থাকা ধূসর সব ক্ষতের কিনারে থেমে বাদ্যযন্ত্রে জিকির তুলছে ক্রমে, এত জোরে বৃষ্টি হচ্ছে, এতসব বিদীর্ণ হর্ন চারধারে যে নভোরক্তিম কন্ঠস্বর আমরা কেউই শুনতে পাচ্ছি না আজকাল।

তারিখঃ জুলাই ১৯, ২০২৩

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rajesh Ganguly
Rajesh Ganguly
1 year ago

সাজ্জাদ ভাই, আপনার দ্রাঘিমালন্ঠন তো বাংলা সাহিত্যের নির্বিকল্প মাপকাঠি, এ অবিসংবাদী সত্য। এজন্য বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্মান আপনি পেলেন কি পেলেন না, তার চেয়েও বড় কথা পাঠকের নিঃশর্ত আনতি। লেখাকে ঘনিয়ে তুলতে লেখার আকাশে লেখারই মেঘ জমিয়ে তোলাও যে এক বিশেষ শৈলী, এই বিরল কৃতিত্ব সত্যিই এক অমর্ত্য আশনাই প্রলিপ্ত করে তোলে চৈতন্য জুড়ে। আর সে উৎসবে ভাষার জড়তা খসে গিয়ে উদ্ভাসিত হয়ে ওঠে এক নতুন ঘরানা। এ বড় আশার কথা। এ বড় বিত্তের পরিচায়ক।

শুধু এই শব্দ সামিয়ানায় ‘হর্ন’ শব্দটির প্রয়োগে কিঞ্চিত দ্বিধান্বিত রইলাম।

ভালো থাকবেন।

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse