দ্রাঘিমালণ্ঠন
সাজ্জাদ সাঈফ
নিজের কথা লিখতে গেলে মমির তাপমাত্রা
ভর করে আসে কলমে
একটা হাইরাইজ ঘুড়ি, একটা শ্যাওলাবর্ণ মেঘ, একটা কবিতার মধ্যে গ্রাম দেখো মমি হতে হতে হৃদয়ে বিরান
আর এতসব আত্মপ্রবঞ্চনায় থিতু হতে হতে রাষ্ট্রের তোতাপাখি যেন আমি নিজেই
আমারও কণ্ঠস্বরে ঘণ্টা বাজে- ‘সহমত’।
তারিখঃ এপ্রিল ১১, ২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest