নিবৃত্তি
দীপায়ন ভট্টাচার্য
যুদ্ধবিরতির প্রস্তাবের পর ভাঙা পানপাত্রগুলো
বিক্ষিপ্ত পড়ে আছে, দোয়াতের সমস্ত কালি শুষে
নিয়ে মৃতপ্রায় কলমের খোঁচায়
অলঙ্ঘ্য কিছু রক্তপাত,
সন্ধ্যের আলো জ্বলে উঠলে আড়মোড়া
ভেঙে স্খলিত স্বরের রাত্রিযাপন
ফিরে এসে দেখেছি জনহীন বাড়ি, উদোম দরজা,
সকলেই গেছে আচম্বিতে, অনাহূত আমন্ত্রণে-
কারো কোনো আশু পিছুটান নেই
উচ্চাঙ্গ উলুধ্বনির মাঝে শবযাত্রার দৃশ্য
বড় উদাসীন করে রাখে আজকাল,
নব্য আমোদী হাওয়ার চালে কড়িকাঠের ধুলো
এককণাও নড়ে না
বাণেরা অজ্ঞাতেই আকৃষ্ট হয়েছে শব্দের সম্মোহনে,
যুদ্ধের দ্বিতীয়ার্ধে শব্দভেদী এখনো বাকি।
তারিখঃ এপ্রিল ১১, ২০২৩
Subscribe
Login
1 Comment
Oldest