নূতনের অপেক্ষায়

 

শীতের শুষ্কতা শেষ করে যখন বসন্ত দিনের প্রস্তুতি শুরু হবে তারপর আসবে বৈশাখ
আমরা দু’জন বসে থাকব অনন্তকাল
নূতনের প্রতীক্ষায়…

মাঘের শেষে ফাগুনের জন্য
একটা কোকিল ডাকা পূর্ণ বসন্তের জন্য
একটা লাল কৃষ্ণচূড়া ভোরের জন্য
একটা বৈশাখী জীবনের জন্য
আমাদের সারাজীবনের অপেক্ষা …

আমরা অপেক্ষা করেই থাকব
হিম বিছানো পথ ধরে শিশির মেখে
হাঁটব অঙ্গুলি স্পর্শ করে, পাশাপাশি বসব
চিবুক ছুঁয়ে বাদামী চোখে খুঁজব
কোনো নির্মল শপথের সততা
আমরা অপেক্ষায় থাকব অনন্তকাল ধরে
দু’জনের আগামী স্বপ্নের জন্য।

কী করে জানব জীবনে আগামী কোকিল ডাকা ফাগুন আসবে কি না!
আর কখনও শীতের কাঁপন এই দেহে
লাগবে কি না!
নববর্ষের নূতন প্রভাত দেখব কি না
হয়তো থাকব হয়তো থাকব না।
আমরা দু’জন কেউ হয়ত তখন
কোথাও থাকব না।
তারপরও মাঘের শেষে আসবে ফাগুন
হরিদ্রা প্রহরের পশরা সাজিয়ে
আসবে বৈশাখ নূতন বছর নিয়ে
আমরাও স্বপ্নে ভেসে যাব মুগ্ধতা নিয়ে ‌।

তারিখঃ এপ্রিল ৪, ২০২২

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Nighat
Nighat
1 year ago

Thank you all

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse