পরবর্তী শূন্যতায়
দীপায়ন ভট্টাচার্য
শূন্যস্থান পূরণের জন্য কতটা ডুব দেওয়া যায়!
নির্জন বালিয়াড়ি থেকে ছেঁড়া সরোদ ভেসে আসে
বিস্তীর্ণ মরীচিকা হয়ে উঠেছে স্পষ্টতর,
হইচই, আয়োজন, ভোজ থামানোর
সুযোগ নেই আর
শৈশবের দৈত্যের স্বপ্ন থেকে বাঁচতে
ধূর্ত শ্বাপদের সাহচর্য নিয়েছি,
জীবনবীমা এক সঞ্চারিত মোহ
যা কিছু অভ্রান্ত বলে ভেবে এসেছি
কৈশোর প্রেমের মতো নশ্বর মনে হয়
কাঠফাটা রোদে হাঁটতে থাকা বেকার যুবক
অস্তিত্বের গ্লানি বাড়িয়ে তোলে
উৎপাদিত স্লোগানের ভিড়ে ধরা পড়ে না
আত্মপ্রবোধের বহমান অসুখ
আত্মজীবনী লেখার কিছুমাত্র দায় নেই,
কয়েকটি উদ্বৃত্ত আকাঙ্ক্ষার জন্য
কলম আঁকড়ে আছি এখনো
আর কয়টি নির্বাসন পেরোতে হবে
পরবর্তী শূন্যতায় পৌঁছতে!
তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২২
Subscribe
Login
0 Comments
Oldest