পরবাস
দীপায়ন ভট্টাচার্য
নিঃসঙ্গ পথের বাঁকে
মিলিয়ে যেতে দেখেছিলাম তোমার ছায়া
পিছুটান কিছু ছিল না তাই অনুসরণ করেছিলাম
উষ্ণ রাত, আছড়ে ফিরে আসা ঢেউ
গীর্জার ধ্বনি পেরিয়ে এগিয়ে গেছি
শুধু মুঠোর মধ্যে আঙুলগুলো নেওয়ার জন্য
সম্বিত ফিরতে দেখলাম
একাই হেঁটে এসেছি যোজন পথ
যদি কখনো ফিরতে ইচ্ছে হয় ওই একই পথে
জেনো ভয় নেই
দুধারে এখনো পড়ে আছে আমার দীর্ঘশ্বাস
তারা তোমার ক্লান্তি শুষে নেবে
সে-রাতের উষ্ণতা এ-রাতের শৈত্য নেবে কেড়ে
গীর্জা যোগাবে জমাট নিস্তব্ধতার উত্তর
কেবল পথ শেষে দেখতে পাবে
কালের অঙ্কে বিস্তর গরমিল
তোমার আমার পরবাসের প্রকারভেদ।
তারিখঃ এপ্রিল ৯, ২০২১
Subscribe
Login
0 Comments
Oldest